কবিতা - প্রবাসী, কবি - বাবুর আলি
প্রবাসী
বাবুর আলি
পার হয়ে গেল একটি বছর প্রবাসে,
সৈনিক রূপে জীবিকার সন্ধানে।
ধ্বংস লীলা চলছে বিশ্ব প্রাঙ্গণে
শক্তিধর জাতি ঘাতি ছে জীবন
নৃত্য শনি হতাহত মুমূর্ষ জীবন।
মন টানে গৃহ তরে মাত পত্নী সন্তান
সমরাস্ত্র হাতে মানুষ শিকারি, সমান।
চাঁদ উঠে আকাশে নিঝুম শর্বরী
প্রতিপক্ষের অপেক্ষায় অতন্দ্র প্রহরী।
প্রিয়তম বহু দূরে তাই মন ভারি
ঘৃণা জাগে আপন জীবিকার পরে।
সব ছেড়ে মন পালাতে চায় ঘরে।
ফনী হারা মনি পথি হারা রমণী
সন্তান বুকে চাপা বিরহ রজনী।
শিশু পালন শাসন মাতৃ স্নেহ
সব দেয় নিজে বহে পাশে নেই কেহ।
অযাচিত বন্ধু কেও ঘুরে আশেপাশে
শূন্য হৃদয়ের উত্তাপের আসে,
অজান্তে খুব্ধ রিপু হয় চঞ্চল।
বিগলিত বেদনা ভেজায় কাজল।
নতুন শপথ জাগে"হতে পারি নারী
পৃথিবীর সব গরল সয়ে নিতে পারি"।

