কবিতা - তোমার দুইটি দায়, কবি -খগেন্দ্রনাথ অধিকারী (প্রাক্তন অধ্যক্ষ - দিবা কলেজ)
তোমার দুইটি দায়
খগেন্দ্রনাথ অধিকারী
নাস্তিকে বিজ্ঞান বলে,
আস্তিকে ঈশ্বর,
অলক্ষ্যে ক্ষমতা এক
চালায় মহাবিশ্ব।
অলস প্রার্থনা কিছু
কারোর কাছেতে নয়
কিম্বা উদ্ধত ক্রিয়া
বারণ সেটাতেও।
তোমার দুইটি দায়
নিশ্চিন্তে করা কাজ,
অন্তর থেকে ডাকা
অদৃশ্য শক্তিকে ।
সে বার্তা ইথারে ভেসে পৌঁছাবে যথাস্থানে
কৃতকর্ম দেখবেন তিনি
অন্তরালে বসে ।
ধ্যানমগ্ন ৠষির মত
লক্ষ্যবস্তু নিয়ে
লেগে থাকো শতদল
ঠিক পেয়ে যাবে।

