কবিতা - নব‍্যতা, কবি - জেবুন্নেছা জেবু (বাংলাদেশ)

 


নব‍্যতা

জেবুন্নেছা জেবু 


নব‍্যতারা ভালোবাসা ছেড়ে প্রেম চায়

বাড়ী ছেড়ে বাসা বানায়,

হারামে আরাম  খুজেঁ

যৌবনের  ক্ষনিক  তাড়নায়।

অতপর  জ্বলে পুড়ে ছাঁই হয়

ক্ষয়ে ক্ষয়ে তবুও  খুজেঁ জয়,

প্রেমিক চায় শরীর

প্রেমিকা  খুজে মন।

শূন্যতা  পূর্ণতা পেলে

মিটে যায় প্রয়োজন,

টাকায় মিলে যদি সুখ

ধনীদের থাকতো না অসুখ।

বুঝে না বোকার দল

খায় না কেহ উম্মুক্ত জল,

আছে সর্বত্র  জলের বিচরন

অবাধে পেলেই হয় সব মূল‍্যহীন। 

মূল‍্যবান করো নিজের জীবন

হও ঝিনুকের ভেতরের মুক্তোর মতন।।



    পরিচিতি:-

জেবুন্নেছা জেবু

ঠিকানা: A/সতীশ বাবু লেইন, পাথর ঘাটা প্রফেসর  বিল্ডিং,  থানাঃ..কতোয়ালী, জেলাঃ চট্টগ্রাম, বিভাগ:  চট্টগ্রাম ।

শিক্ষাগত  যোগ্যতা- এম. এ (বাংলা ) প্রকাশিত গ্রন্থ:


 একক:-


 ১) মনের আড়ালে মন (মুটিভেশনাল)


২) ...মনের তৃষ্ণা ( গল্প গ্রন্থ )..।


৩)  তাসের ঘর  (গল্প গ্রন্থ)


৪)  মায়াবৃত্ত  (উপন‍্যাস )


৫) দেশপ্রেম ও ভাষা (কাব‍্য গ্রন্থ )


যৌথ কাব‍্য অসংখ্য ছাড়া ও ভারতীয়  প্রতিলিপি বাংলার নিয়মিত লেখিকা।


 সংগঠন: ..১) কবিতাঙ্গন.....২) এপার বাংলা  ওপার বাংলা  ৩) Genesis World Writers Community ....৪) 

 live channel 24 (online tv.) .............

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url