কবিতা - শান্তি প্রতিষ্ঠার দল, কবি - হালিমা আক্তার ইশা (বাংলাদেশ)

 



শান্তি প্রতিষ্ঠার দল

হালিমা আক্তার ইশা 


ওরা তোরা কে আছিস রে বল,

বন্ধ তালা ভেঙে ফেলার দল।

ওরে তোরা কে আছিস রে বল,

শিকল ভাঙার দল।

ওরে তোরা কে আছিস রে বল,

শত অন্যায়ের প্রতিবাদ করার দল।

ওরা তোরা কে আছিস রে বল,

সকল অবিচারের সঠিক জবাব দেবার দল।

ওরা তোরা কে আছিস রে বল,

অপশাসন, অপক্ষমতা রুখে দেবার দল।

ওরা তোরা কে আছিস রে বল,

দুর্নীতি আর অপশক্তির বিরুদ্ধে লড়ার দল।

ওরা তোরা কে আছিস রে বল,

ঘুণে ধরা সমাজকে পাল্টানোর দল।

ওরা তোরা কে আছিস রে বল,

শত দুস্য,দানবের মোকাবেলা করার দল।

ওরা তোরা কে আছিস রে বল,

শত অপমানের পাল্টা জবাব দেবার দল।

ওরা তোরা কে আছিস রে বল,

দুঃখের দিনে সুখের বাণী শুনানোর দল।

ওরে তোরা কে আছিস রে বল, 

শত অন্ধকারে আলো ছড়ানোর দল।

ওরা তোরা কে আছিস রে বল,

এ পৃথিবীতে চির শান্তি প্রতিষ্ঠার দল।



পরিচিতি:

হালিমা আক্তার ইশা ২৯-০৩-২০০১ সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বড়হরা গ্রামে জন্ম গ্রহণ করেন।

পিতাঃ আব্দুর রশিদ দেওয়ান। তিনি একজন ব্যবসায়ী। মাতাঃ লায়লা বেগম। তিনি একজন গৃহিণী। তিনি স্থানীয় স্কুল নোয়াপাড়া ময়েজউদ্দিন আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে PSC ( ২০১২),JSC( ২০১৫), SSC (২০১৮)সালে পাস করেন।২০২০সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরা, ঢাকা, থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে কালীগঞ্জ মহিলা কলেজে সমাজকর্ম বিভাগের অর্নাস ৩য় বর্ষের ছাত্রী। তিন বোনের মধ্যে তিনি সবার বড়।যৌথকাব্যঃ স্বাধীনতার বাঁশিওয়ালা(২০২০), অন্তর বৃত্তে স্বাধীনতা(২০২১), তুমি ছাড়া শূন্য লাগে (২০২২)প্রকাশিত হয়েছে। "মানবতার জয়গান" তার একক কাব্য গ্রন্থ যা (২০২১)প্রকাশিত হয়েছে এবং প্রেম বিরহের পত্রখানা (২০২৪) প্রকাশিত হয়েছে ।পুরস্কারঃডিজিটাল সাহিত্য আড্ডা (ডিসাআ)২০২০ইং, পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা ২০২৩ইং, নেত্রজল সাহিত্য সম্মাননা ২০২৩ইং, নীলকাব্য সাহিত্য সম্মাননা ২০২৩ইং, নজরুল নিকেতন সাহিত্য সম্মাননা ২০২৩ইং, কবিতা সাহিত্য গ্রুপ সম্মননা ২০২৪ইং সহ আরো অনেক সম্মাননা পেয়েছেন। তিনি অমৃত্যু লিখে যেতে চান।





No comments

Powered by Blogger.