Header Ads

কবিতা - প্রকৃত বন্ধু, কবি - মোঃ ইজাজ আহামেদ

 


প্রকৃত বন্ধু

মোঃ ইজাজ আহামেদ


প্রকৃত বন্ধু সে যে হবে সাহায্যকারি গাছের মত,

প্রকৃত বন্ধু সে যে উদার হবে আকাশের মত,

প্রকৃত বন্ধু সে যে হবে ভালো বইয়ের মত,

প্রকৃত বন্ধু সে যে হবে একটি প্রধান নদীর মত

যে নদী শাখা নদীকে জল প্রদান করে,

প্রকৃত বন্ধু সে যে বৃষ্টির মতো সিক্ত করবে হৃদয়কে,

প্রকৃত বন্ধু সে যে পাহাড় পর্বতের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে বিপদে তোমার পাশে,

দূরে থাকলেও তোমার শুভ কামনা করবে,

স্বার্থপর বন্ধুর মতো নয় যে সুখের সময় পাশে থাকে;

প্রকৃত বন্ধু সে যে চাইবেনা কখনও ক্ষতি তোমার জীবনে,

তোমার দুর্নাম করবেনা অন্যের সামনে,

করবেনা কখনও হেয় কারো কাছে;

প্রকৃত বন্ধু সে যে তোমার ব্যাক্তিগত কথা বলবেনা কাউকে,

বিকৃত করবেনা তোমার কথা,

তোমাকে কেউ বললে অন্যায় কথা,

তোমাকে কেউ বললে কটু কথা

 আঘাত লাগবে তার হৃদয়ে,

প্রতিবাদ করবে সঙ্গে সঙ্গে;

সেই তোমার প্রকৃত বন্ধু 

 যে সবসময় তোমাকে সৎ উপদেশ দেবে;

সেই তোমার প্রকৃত বন্ধু

যে সবসময় তোমার ভালো চাইবে;

প্রকৃত বন্ধু সে যে অন্যের সামনে 

তোমার প্রশংসা করে, তোমার সামনে নহে।

No comments

Powered by Blogger.