কবিতা - জননী, কবি - মোঃ ইজাজ আহামেদ



জননী

মোঃ ইজাজ আহামেদ 


মা, তুমি প্রথম পৃথিবী;

তুমি প্রথম অনুভূতি;

তুমি প্রথম ভালোবাসা,

তুমি প্রথম ছোঁয়া,

তুমি প্রথম ভাষা।

তুমি দশমাস দশদিন গর্ভে ধারণ কর তোমার নতুন

পৃথিবীকে

চরম ব্যাথা যন্ত্রণা সহ্য করে।

চরম শীত, বর্ষা, গ্রীষ্মে খেয়ে না খেয়ে 

আগলে রাখো তোমার শিশুকে;

মহাকাশের মতো তোমার কোল সম্প্রসারিত করে দিয়েছ

আর ছাতার মতো মাথার উপর ছায়া বিস্তৃতি করেছ।

মা, তোমার দুধের ঋণ হবে না পরিশোধ কখনও ;

মা, তোমার চরণতলে স্বর্গ;

তোমার সেবাতে ছেলে-মেয়ে পাবে স্বর্গ;

তোমার দোয়াতে ছেলে-মেয়ের হয় মঙ্গল,

তোমার অভিশাপে হয় অমঙ্গল,

ঝড়ের বেগে তাদের উপর নেমে আসে অশুভ-ক্ষণ।

মা, তুমি মানব সভ্যতা টিকিয়ে রেখেছ,

তুমি কত কত মনীষী জন্ম দিয়েছ

যাদের কর্মে ধরণী হয়েছে স্বনামধন্য।

মা, তুমি প্রথম শিক্ষক,

তোমার মতো কেউ হবে না আদর্শ শিক্ষক।

তাইতো জর্জ হারবার্ট জানান,

"একজন আদর্শ মা একশো জন বিদ্যালয়ের শিক্ষকের সমান"।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url