কবিতা - নারী, কবি - মোঃ ইজাজ আহামেদ
নারী
মোঃ ইজাজ আহামেদ
আমি নারী,
আমি জন্ম দি,আমি মানব সভ্যতা টিকিয়ে রাখি
তবু আমি অসহায়।
আমি কখনও মা, কখনও স্ত্রী, কখনও বোন
তবুও আমি অসহায়।
এই পুরুষতান্ত্রিক সমাজে যুগ যুগ ধরে
পুরুষের পাশাপাশি আমিও অবদান রেখেছি
তবুও আমি বঞ্চিত, লাঞ্ছিত, ধর্ষিত, অত্যাচারিত, অসহায়।
আমি দয়া, মায়া, লজ্জা, ধৈর্য্য ও মাতৃত্বের সমাহার।
আমি বিদ্রোহিনী, আমি নারী;
আমিও পুরুষের কাঁধে কাঁধ রেখে
সমাজের, দেশের উন্নতিতে
অবদান রাখতে পারি;
আমার আছে শিক্ষার অধিকার,
আমার আছে পুরুষের সমান অধিকার।
No comments