Header Ads

কবিতা - আশাভঙ্গ, কবি -আশিকুল আলম বিশ্বাস

 


আশাভঙ্গ

-আশিকুল আলম বিশ্বাস


ঘরের কোনে একলা বসে

হাত দুটো তার গালে,

লম্বা ডিগ্ৰীতে ফাইল বন্দী

চাকরি পাবে কোন কালে!


বাবা মায়ের একই ছেলে

জেগেছিল আশা মনে,

পড়ার শেষে সাকার হয়ে

ভরাবে ঘরটা ধনে।


বৃদ্ধ বয়সে ছেলের কাছে

মিলবে দুবেলা ভাত,

আশার ঘরে হতাশা ভরা

ছেলের মাথায় হাত।


বছর বছর যাচ্ছে কেটে

চাকরির দেখা নাই,

চিন্তা করতে রাতটা শেষ

খাবার কেমনে পায়।


চুল দাঁড়িতে মূখ ঢেকেছে

কপালে চিন্তার ভাঁজ,

লাগেনা ভাল,কাটেনা দিন

জুটবে কবে যে কাজ!


কত কল্পনা,চাকরি জোটেনা

সংসার শুরু কবে?

বিয়ের ঘন্টা বাজবেনা বুঝি

একলা রয়েই যাবে।



পরিচিতি: 

কোলকাতার 'দিনদর্পণ' ও 'পূবের কলম' পত্রিকার প্রাবন্ধিক ও কবি তথা প্রখ্যাত অনকোলজিক‍্যাল ডায়াটিশিয়ান(ক‍্যান্সার সংক্রান্ত খাদ‍্য বিশেষজ্ঞ) এবং শরীরের ব‍্যাথা বিশেষজ্ঞ Dt. আশিকুল আলম বিশ্বাসের জন্ম ১৯৬৬ সালের ৯ নভেম্বর,মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার দক্ষিণনগর গ্ৰামে। পিতা সোলেমান বিশ্বাস,মাতা আকলিমা খাতুন বিবি। শিক্ষাগত

যোগ্যতা-MSc(Botany),MA(English),MA(History),BEd,DElEd,DNHE(IGNOU),CNCC(IGNOU),CFN(KPC Medical College, Kolkata)MScDFSM(KPC Medical College)। Central Sericultural Research and Training Institute, Berhampur, (Govt.Of India)এর Tissue Culture Laboratory এর প্রাক্তন কর্মী। এখন আমিনাবাদ হাইস্কুলে পড়ান।

 কলকাতার দৈনিক 'দিন দর্পণ' পত্রিকায় এপর্যন্ত ২২৫ টি উত্তর সম্পাদকীয় লিখেছেন। বিশ্বের বিভিন্ন দেশের ইংলিশ লিটারারি গ্ৰুপে ইংরেজি কবিতা লিখে অনেক পুরস্কার,এওয়ার্ড পেয়েছেন। ভূটানের World Literary Forum for Peace & Human Rights আয়োজিত ২১ টি দেশের মধ্যে ইংরেজি কবিতা লেখার প্রতিযোগিতা, 'POETRY WORLD CUP-2023 বিজয়ী তিনি। জীবনের ১৫ বছর সময় কলকাতায় এবং ১১ বছর সময় বহরমপুরে কেটেছে। এখন ডোমকল কলেজ রোডের স্থায়ী বাসিন্দা। তাঁর লেখা ৬ টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাঁর সপ্তম বই 'ডোমকল মহকুমার সাহিত্য চর্চার অগ্ৰগতির ইতিহাস' বইটি প্রকাশের পথে। প্রথম কাব‍্যগ্ৰন্থ 'আমি বিদ্রোহী' প্রকাশিত হয় কোলকাতার বিখ্যাত 'দাশগুপ্ত এণ্ড কোং' থেকে ১৯৮৬ সালে।পরে ২০২১ সালে তাঁর লেখা দ্বিতীয় বই 'সত‍্যের কালিতে আঁকা গল্পের ছবি' এবং তৃতীয় বই,কাব‍্যগ্ৰন্থ 'ছন্দ মালঞ্চ' প্রকাশিত হয়। ২০২৩ সালে তাঁর লেখা আরও তিনটি প্রবন্ধের বই যথা চতুর্থ বই প্রবন্ধ সংকলন প্রথম খণ্ড,পঞ্চম বই প্রবন্ধ সংকলন দ্বিতীয় খণ্ড এবং ষষ্ঠ বই স্বনির্বাচিত প্রবন্ধগুচ্ছ প্রকাশিত হয়েছে।

**********************

No comments

Powered by Blogger.