কবিতা - তোমার স্মৃতি, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 






তোমার স্মৃতি

মোঃ ইজাজ আহামেদ 

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত 


জানো প্রিয়তমা,

মনের পাণ্ডুলিপিতে তোমার নামে 

কত কবিতা লিখেছি;

তোমার স্মৃতির অ্যালবম কত যতনে

আগলে রেখেছি;

সেই পাণ্ডুলিপির পাতা, 

সেই অ্যালবমের পাতা

আদর মাখা হাতে উল্টে উল্টে দেখি 

 আর মনের আকাশে রোমান্টিসিজম দেয় উঁকি;

মনের অলিগলিতে হেমন্তের হলুদ পাতার ঝরে পড়ার মতো 

রয়েছে তোমার সঙ্গে কাটানো সোনালী দিনগুলো 

যেন হলুদ গালিচা 

ভ্রমণপ্রেমীদের মতো, ক্যামেরাবন্দি প্রেমীদের মতো

আমাকে দেয় হাতছানি তা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url