Header Ads

স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা নিয়ে কবিতা ও গান













স্বপ্নের ভেলায়

মোঃ ইজাজ আহামেদ


স্বপ্নের ভেলায় পাড়ি দেবো

কল্পনার ও আবেগের সাগরে,

পৌঁছে যাবো সাহিত্যের দেশে;

মনের মাধুরী মিশিয়ে কবিতা লিখবো;

নাইবা হলাম সে দেশের রাজা,

হবো এক সাধারণ প্রজা

তবু শব্দ বুনেই যাবো।



স্বপ্নের ভেলা

মোঃ ইজাজ আহামেদ


স্বপ্নের ভেলায় পাড়ি দেবো সাহিত্যের সমুদ্রে,

কল্পনার ভেলায় গহিন আবেগে ভেসে

পৌঁছে যাবো কবিতার রাজপ্রাসাদে;

নাইবা হতে পারলাম সেই রাজপ্রাসাদের রাজা,

হবো এক নগণ্য প্রজা ।

ফুল তো অনেক ফুটে, সব ফুল কি বিখ্যাত হয়?

পথের ধারে, অরণ্যে, পাহাড়ে, পর্বতে,  পুকুরে

নাম না জানা কতই না ফুল ফোটে!

সবাই কি তাদের নাম জানে?

সেই ফুলগুলোর মতো না হয় হলাম আমি অজ্ঞাত কোনো কবি;

পৃথিবীতে অনেক পথ আছে;

সব পথ কি রাজপথ বা কংক্রিটের হয়? না হয় হলাম আমি 

গ্রামের কোনো মেঠো পথ;

হলাম বা মরুভূমির কোনো মরু পথ।

সব নদী তো  হয় না প্রধান নদী,

আমি না হয় হলাম কোনো অজ্ঞাত শাখা বা উপনদী।

নাই বা হলাম চাঁদের আলো, 

হলাম কোনো জোনাকির আলো।

সাগরের বুকে ভেসে চলা কোনো জাহাজ নাই হলাম, 

দীঘিতে ভেসে চলা কোনো ডিঙি-নৌক হলাম।


স্বপ্নের ভেলা

অমিতাভ দত্ত


স্বপ্নের ভেলা পাল তুলেছে,

বুকের ফুল বাগানের দোলে।

চলছে মানুষ আঁধার আকাশে,

বুকেতে আশার প্রদীপ জ্বেলে।


ছোট তারাগুলি মিটিমিটি জ্বলে,

তবুও বুকের গভীর কোণে।

দহনজ্বালায় জাগে মনে প্রতিবাদ,

রঞ্জিত ভালোবাসা ভরা মনে।


বাতাসেরা আনে নূতন বারতা,

তারা বলে যায় কানে কানে।

ছুঁয়ে ছুঁয়ে যায় আজও তারা,

গভীর গোপন মনের কোণে।



স্বপ্নের ভেলা

রুবিনা আকতার


বেঁধেছি কল্পনার এক মেলা ।

নাম দিয়েছি তার স্বপ্নের ভেলা ।।

স্বপ্নের ভেলায়  ভাসতে ভাসতে ।

সুদূর দেবো পাড়ি আসতে আসতে ।।

মনের যত জমানো   আবেগ কথা ।

পেয়ে যায় ভাষা হয়ে যায় কবিতা ।।

লিখবো কবিতা আঁকবো ছবি ।

নাই বা পারলাম হতে বিখ্যাত কবি ।।

এভাবেই টলতে টলতে ভাসবো আকাশে ।

তোমরা সবাই পাশে থেকো ভালোবেসে ।।



স্বপ্নের ভেলায়

মুহাম্মদ  ইসমাইল 


স্বপ্নের ভেলায় ভেসে  ভেসে 

ছুটবো সুদূর পানে

মনের দুয়ার মুক্ত করে

মিশবো ছড়া গানে

সাহিত্যের নতুন পাতায়

আঁকবো রঙিন ছবি

নাই বা হলাম জগৎজোড়া

সুখ্যাত কোন কবি 

হাওয়ার তালে আপন ছলে

ভাসবো সারাক্ষণ 

গুনগুনিয়ে মনের সুখে 

লিখবো আজীবন।




স্বপ্নের ভেলা থিম সঙ

ঋদেনদিক মিত্রো ( ভারত) 


স্বপ্নের ভেলা, 

স্বপ্নের খেলা -- 

শব্দে-শব্দে চলি, 

মুক্ত কন্ঠে -- 

জ্ঞানের মন্ত্রে-- 

সাহসী কন্ঠে বলি, 

স্বপ্নের ভেলা, 

স্বপ্নের খেলা, 

শব্দে-শব্দে চলি।। 


চিন্তন সুখ, 

ভরে ওঠে বুক, 

মানব জনম এই, 

এসো তো সকলে -- 

নেবো তো দখলে, 

সকল পৃথিবীকেই। 

যেথা অন্যায় -- 

আমরা সেথায় -- 

প্রতিবাদে যেন জ্বলি, 

স্বপ্নের ভেলা, 

স্বপ্নের খেলা, 

শব্দে-শব্দে চলি।। 


বেঁচে থাকা মানে -- 

কজনে তা জানে, 

সুস্থ জীবন লাভ, 

সহজ যাপন, 

করিও স্থাপন, 

তাতেই অমৃত স্বাদ, 

এত চাওয়া পাওয়া, 

সব হয় হাওয়া, 

একটি ঘুমের কলি, 

স্বপ্নের ভেলা, 

স্বপ্নের খেলা, 

শব্দে-শব্দে চলি।। 




RAFT OF DREAM
Rahim KARIM (KARIMOV) KYRGYZSTAN

The raft of dreams takes us to any distance,
We don't know how long we are destined to sail on it.
What berths await us ahead, What rocks, reefs and steep waterfalls.

We are alone on it, and with one oar,
But our white sail blows in our heart.
The Sun, Moon and stars look at us from the sky,
Below us are the waves carrying us towards the DREAM.

A person cannot live without a dream,
He always strives forward, to fly like a bird.
All my life I've been chasing my dreams,
On the raft of dreams day and night, summer and winter.

May God grant each of us the opportunity to swim to our BERTH,
May GOD HIMSELF accompany us all in this!
Oh, where are you, my long-awaited DREAM,
How I miss you, the purpose of my life?!

My beloved, how I long to meet You,
How I want to look at your eyes?!
Let the wooden RAFT of my DREAM be strong,
And my pine oar that I hold in my hands.






No comments

Powered by Blogger.