Header Ads

কবিতা - মানবিকতার পথে, কবি - আনোয়ার হোসেন সিদ্দিকী

 


আনোয়ার হোসেন সিদ্দিকী

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত


কবি পরিচিতি: কবি আনোয়ার হোসেন সিদ্দিকী ১৯৫৫ সালের ১লা নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বসবাস করেন নিমতিতার কামালপুর গ্রামে। তাঁর শিক্ষাগত যোগ্যতা ডবল এম.এ, বিএড। তিনি বীরভূমের দাঁতুড়া হাই মাদ্রাসা ও মুর্শিদাবাদের অমুহা কদমতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ২০১৫ সালের ৩১ শে অক্টোবর অবসর গ্রহণ করেন। তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ 'নবীগাথা'।



মানবিকতার পথে 

আনোয়ার হোসেন সিদ্দিকী 


ফুলের পাপড়িগুলো 

ছিঁড়ে ফেলো না 

বেকার আছে দেখে 

পেটে লাথি মেরো না 

হাতে বল আছে বলে 

গুলি করো না 

নারীর টাকা নেই বলে

 বিয়ে ভেঙো না 

অবলা রমনী বুঝে 

শালীনতা হারায়ে 

ড্রেনে ফেলো না। 

অন্ধ, বধির, বিকলাঙ্গ 

ছিন্ন হয়েছে অঙ্গ সাঙ্গ 

না দিয়ে উপহাস করো না। 

মানবিকতা হারায়ে

 ঘৃণ্য মানসিকতায়

দলিত বলে দলে দিও না।

পূর্বসূরী আছে শয্যায় 

কেউ বা চির নিদ্রায় 

মাইনরিটিরে বের করো না। 

মানব হয়ে মানবিকতাকে 

 মন থেকে মুছে ফেলো না।

No comments

Powered by Blogger.