কবিতা - জীবন হলো বয়ে যাওয়া নদীর মতো, কবি - লিনা ফেরদৌস


জীবন হলো বয়ে যাওয়া নদীর মতো

লিনা ফেরদৌস


বার বার বলে যাওয়া কথা, 
মনে আছে প্রিয়।
জীবন হলো বয়ে যাওয়া নদীর মতো। 
বদলে যাওয়া পৃথিবীতে, 
তুমি আমার প্রিয়োতমা হয়ো। 
প্রত্যেক দিন বেলা শেষে, 
গধুলি আলো দেখার সঙ্গি হয়ো। 
তোমার ভালো মন্দো সব গুলোকে, 
মনের খাচায় আগলে রাখবো জানো!
আমার খারাপগুলো,
তুমি না হয়, অভ্যেস করে নিয়ো। 
রাতের অন্ধোকারে আমরা দুজোন মিলে, 
হাতে হাত রেখে গলাছেরে গান গাইবো বুঝলে। 
জীবনে চলার পথে,
একে অপরের ভুলগুলোকে ধরিয়ে না দিয়ে, 
নিজের ভুল করা খাতায় নেবো লিখে, 
ভালোবাসায় ভরা মন নিয়ে।
আমার চওয়া পাওয়া সবটা তোমাকে ঘিরে।
নিঃশ্বাসের শেষে রাস্তাটা যেন,
সম্পূর্নো হয় তোমার হাত ধরে। 
তুমি হয় তো হবে বুড়ি চামড়ায় পরবে ঝুড়ি।
আমিও তো তোমার সঙ্গী হবো। 
মাথায় টাক আর মাজায় বাক নিয়ে 
তোমায় জরিয়ে ধরবো, কি ধরবে তো!
বার বার বলে যাওয়া কথা, 
মনে আছে প্রিয়। 
জীবন হলো বয়ে যাওয়া নদীর মতো।

Next Post Previous Post
4 Comments
  • Mijarul
    Mijarul 24 July 2024 at 08:57

    খুব ভালো লাগলো কবিতা পড়তে

  • Nafis Aktar
    Nafis Aktar 28 July 2024 at 12:27

    খুব ভালো লাগলো

  • ঋদেনদিক মিত্রো / Ridendick Mitro
    ঋদেনদিক মিত্রো / Ridendick Mitro 17 August 2024 at 18:34

    জীবন হলো ফেলে যাওয়া নদীর মতো -- এই কবিতায় কবি লিনা ফিরদৌস কবিতাটিকে স্বচ্ছ নদীর জলের মতো সরলতায় বইয়ে নিয়ে গেছেন। এই কবিতায় একটা লাইন আছে,

    গোধুলি আলো দেখার সঙ্গী হয়ো।

    খুব উপভোগ্য লাইন। কিন্তু কবিতার বানানে আছে বাংলাদেশের ছোঁয়া, তাই কবিতার কোথাও-কোথাও বানান চোখে লাগছে। এগুলি ভৌগলিক প্রবণতার উপরে নির্ভর করে, তবুও আসল বানানের প্রতি কবির উচিত সতর্ক থাকা। এমনো হতে পারে, কবি নিজে টাইপে ভুল করেছেন, আঙুল ফসকে আমাদের যেমন হয়।
    আর একটি কথা, কবি কোন দেশ থেকে লিখছেন, সেটা নামের পাশে থাকা উচিত। তাহলে সেই অনুযায়ী পাঠক অনুভব করবেন কবির লেখনির নানা অনুভূতি।

  • Anonymous
    Anonymous 7 October 2024 at 20:35

    khub valo hoyeche

Add Comment
comment url