Header Ads

কবিতা - একটা পর একটা বইয়ের পাতা, কবি - গোলাম রসুল



একটা পর একটা বইয়ের পাতা

গোলাম রসুল 


যখন ফিসফিস করে কথা বলছিলে তোমার মুখ থেকে বেরিয়ে আসছিল একটা পর একটা বইয়ের পাতা 

গোড়ালির দিক তাকিয়ে দেখলাম তুমি একটা আস্তো কবিতার বই 


তুমি রক্ষা করতে চাও 

বনকে

পতঙ্গকে

নদীকে

শূন্যকে


কি ভয়ঙ্কর দেখো মানুষের জল

ডাঙা নেই 

এপারে আমরা ওপারে তারা


আমি এখন মন্ত্রমুগ্ধ পাঠ করছি ঝিনুকের খোলে 

তোমার হাড় অনেক গুলো বন্দুক

তোমার কন্ঠস্বর পর পর গুলির আওয়াজ

তোমার দেহ একটি মহাদেশ

পড়তে পড়তে আমি যখন তোমার চোখের মধ্যে প্রবেশ করলাম দেখতে পেলাম তুমি আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র


এখনো ঔপনিবেশিক ধাঁধা প্রজাপতির ডানায়

এখনো অনেক অস্ত্র মজুত রয়েছে চাঁদে 

এখনো মানুষকে দুবেলা খেতে হয় শুধু যুদ্ধ

তাও আমিই আমার স্বদেশ

              

1 comment:

  1. ঋদেনদিক মিত্রো / Ridendick MitroAugust 17, 2024 at 4:16 PM

    একটা পর একটা বইয়ের পাতা -- গোলাম রসুলের লেখা কবিতাটি প্রেমের কবিতায় সর্বকালের সেরা কবিতাগুলির মধ্যে একটি।চিত্রকল্প, আবেদন, ভাষা ঘুর্ণনের নৈতিকতা, সব দিকেই কবিতাটি একটি আন্তর্জাতিক মানের লেখা। জানতে পারলাম না, উনি ভারত না বাংলাদেশের কবি। খুব আগ্রহ ছিল।

    ReplyDelete

Powered by Blogger.