কবিতা - পণ, কবি - সামসুদ্দিন বিশ্বাস
পণ
সামসুদ্দিন বিশ্বাস
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
যদি আমি পণ দিয়ে তোমায় করি বিয়ে
সারা জীবন রাখব তোমায় আঁচল ঢাকা দিয়ে।
বাবা তোমায় পড়িয়ে ছিল খরচ নিবে আজ
পুরুষ কুলে জন্ম নিয়ে নেই কো তোমার লাজ।।
ভালবাসা নেই কো তোমার মনে টাকার অঙ্ক শুধু
কালো মোটা যেমন হোক এটাই তোমার মধু।
তোমার বাবা পড়িয়ে ছিল টাকা খরচ করে,
আমার বাবা কি বাকি রেখেছিল মানুষ না করে।
তুমি যেমন পড়েছিলে মাধ্যমিক পাশ,
তাই তো তুমি আমার বাবার করলে সর্বনাশ।
ছি, ছি, ছি লজ্জায় মরে যায়,
শরীর তোমার আস্তা থেকে ভিক্ষে চাওয়া হয়।
আর চেয়েও না বাবার কাছে সোনা, টাকা, ফ্রিজ ঘড়ি, নইলে এবার তোমার জন্য গলায় দিব দড়ি।
ভালবাসা কেমনে পাবে বিক্রি হলে মেয়ের বাবার কাছে,
সুখ পাবে না কোনো কালে সকাল দুপুর সাঁঝে।
ছেড়ে দাও ভিক্ষা বৃত্তি তোমার বাবার সনে,
সোনার সংসার গড়ে দি
ব শান্তি পাবে মনে।
No comments