কবিতা - আমি না বলেছিলেম, কবি - খগেন্দ্রনাথ অধিকারী

 


আমি না বলেছিলেম

খগেন্দ্রনাথ অধিকারী 


আমি না বলেছিলেম 

সাবির, কেঁদনা কেঁদনা

শিশু কন্যার লাশ নিয়ে 

উত্তাল জর্ডান তীরে,

দুচোখে আগুন জ্বালো 

মার্কিন -তেলআবিবের

শয়তানির কালো মেঘ 

ছিঁড়ে যাবে অচিরে।

গিয়েছেও সত্যিই তাই,

গাজার আকাশে দেখ

যত ছিল ঘনঘটা,

সরে গেছে দূরে।

চন্দ্র সূর্য তারার মত

স্বীকৃতির জ্যোতি দিয়ে 

প্যালেস্টাইনকে বিশ্ব

রাঙাচ্ছে আবিরে।

তোমার তনুজা বন্ধু 

মৃত্যুতে হয়নি শেষ,

মৃত্যুরও মৃত্যু আছে,

সে দানবের পেট চিরে 

মরহুম সন্তানরা সব

নিযুত কুসুম হয়ে

মানব মুক্তির সৌরভ 

দিকে দিকে ছড়াবে।



লেখক পরিচিতি:

অধ্যাপক খগেন্দ্রনাথ অধিকারী রাষ্ট্রীয় বিদ্যাসরস্বতী পুরস্কার ও এশিয়া প্যাসিফিক পুরস্কার সহ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু পুরস্কার প্রাপ্ত একজন খ্যাতনামা শিক্ষাবিদ। ইনি কোলকাতার সাউথ সিটি (দিবা) কলেজের প্রাক্তন অধ্যক্ষ।

ঠিকানা-শরনিয়ার বাগান

পোষ্ট-টাকী, পিন-৭৪৩৪২৯

পশ্চিমবঙ্গ, ভারত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url