কবিতা - রাস্তা , কবি - উমর ফারুক (মুর্শিদাবাদ)

 



রাস্তা 

উমর ফারুক 


এই পথ প্রশস্ত বুকে এঁকে দেয় 

একটি স্বপ্নের গুহাচিত্র

ঘুরে ঘুরে বিলীন হওয়ার ইচ্ছে

গভীর রাতের ক্ষুদ্র কীট পতঙ্গের পাখনায়।

জরাজীর্ণ প্রজন্মের একটি বখতিয়ারের ঘোড়া ছুটিয়ে নিলাম প্রশস্ত বুকে

তৃষ্ণার্ত ঠোঁটের ওপর রাস্তার ধুলো বালি

মাঝে মাঝে মনে হয় রাস্তা আছে

নিস্তব্ধ চোখের জলের ওপর দিয়ে

প্রশস্ত বুক সাগরের ঢেউ ফেনা তুলে দেয়

পার করতে পারিনি দীর্ঘ সময়ের সেতু। 

ধূলিময় রাস্তায় দাঁড়িয়ে 

পৃথিবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছি নিরালায়।

স্বপ্নের বীজ বুনে ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে 

লোকটি জীবনের অন্তিম মুহূর্তে 

অপেক্ষার প্রহর গুনছে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url