কবিতা - ইতিহাস কান্না করছে, কবি - মোঃ ইজাজ আহামেদ

 


ইতিহাস কান্না করছে
মোঃ ইজাজ আহামেদ

ইতিহাস আর ইতিহাসে নেই
রাজনীতি আর রাজনীতিতে নেই
ভোটপ্রচার চলছে ইতিহাস বিকৃত হচ্ছে
মুখ নিঃসৃত বিকৃত কথারা কলুষিত করছে

ইতিহাস আর ইতিহাসে নেই
সেলিব্রেটিরা আর সেলিব্রেটিতে সীমাবদ্ধ নেই
রাজনীতিতে তাঁরা হয়ে উঠছেন বিকৃত ঐতিহাসিক
সবক্ষেত্রে তাঁরা হয়ে উঠছেন মুখপাত্র সবজান্তা আধিকারিক


ইতিহাসকে বেধড়ক পেটানো হচ্ছে
সে খোঁড়াচ্ছে সে কান্না করছে
তাকে জোর করে গল্পের পোশাক পরানো হচ্ছে
মানবতার দিকে সে অসহায় হয়ে তাকিয়ে আছে 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url