Header Ads

কবিতা - স্বপ্নের ভেলায়, স্বপ্নের ভেলা

 



স্বপ্নের ভেলায়

মোঃ ইজাজ আহামেদ


স্বপ্নের ভেলায়

মোঃ ইজাজ আহামেদ


স্বপ্নের ভেলায় পাড়ি দেবো

কল্পনার ও আবেগের সাগরে,

পৌঁছে যাবো সাহিত্যের দেশে;

মনের মাধুরী মিশিয়ে কবিতা লিখবো;

নাইবা হলাম সে দেশের রাজা,

হবো এক সাধারণ প্রজা

তবু শব্দ বুনেই যাবো।


স্বপ্নের ভেলা

মোঃ ইজাজ আহামেদ


স্বপ্নের ভেলায় পাড়ি দেবো সাহিত্যের সমুদ্রে,

কল্পনার ভেলায় গহিন আবেগে ভেসে

পৌঁছে যাবো কবিতার রাজপ্রাসাদে;

নাইবা হতে পারলাম সেই রাজপ্রাসাদের রাজা,

হবো এক নগণ্য প্রজা ।

ফুল তো অনেক ফুটে, সব ফুল কি বিখ্যাত হয়?

পথের ধারে, অরণ্যে, পাহাড়ে, পর্বতে,  পুকুরে

নাম না জানা কতই না ফুল ফোটে!

সবাই কি তাদের নাম জানে?

সেই ফুলগুলোর মতো না হয় হলাম আমি অজ্ঞাত কোনো কবি;

পৃথিবীতে অনেক পথ আছে;

সব পথ কি রাজপথ বা কংক্রিটের হয়? না হয় হলাম আমি 

গ্রামের কোনো মেঠো পথ;

হলাম বা মরুভূমির কোনো মরু পথ।

সব নদী তো  হয় না প্রধান নদী,

আমি না হয় হলাম কোনো অজ্ঞাত শাখা বা উপনদী।

নাই বা হলাম চাঁদের আলো, 

হলাম কোনো জোনাকির আলো।

সাগরের বুকে ভেসে চলা কোনো জাহাজ নাই হলাম, 

দীঘিতে ভেসে চলা কোনো ডিঙি-নৌক হলাম।

No comments

Powered by Blogger.