Monday 8 April 2024

কবিতা - দৃষ্টিভঙ্গি

 




দৃষ্টিভঙ্গি

মোঃ ইজাজ আহামেদ

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত


পৃথিবীটাকে আমরা নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবি

নিজস্ব জগৎ তৈরি করি

আর ভাবি সেটাই সঠিক ও কোহিনুরের মতো মূল্যবান-দামি

অথচ সব কিছু বৈচিত্র্যময়

বিশ্বব্রহ্মাণ্ড থেকে শুরু করে মন-হৃদয়

পরিস্থিতি অবস্থা সবার আলাদা আলাদা

অনেকে আবার কাল্পনিক জগৎ তৈরি করে

আদর্শ ভেবে সকলের উপর চাপিয়ে দিতে চায়

তখনই সমস্যা দ্বন্দ্বরা ডানা মেলে উড়ে বেড়ায়

তারা শান্তিকে পথে আটকে রাজত্ব করতে শুরু করে

অবরুদ্ধ করে দেয় অন্যের মতামতকে

No comments:

Post a Comment

Poem - My Expatriation, Poet - Hassane Yarti (Morocco)

  My Expatriation Hassane Yarti Oh, My jasmine flower, O fragrance of love and youth, I have resolved to depart to the corridors of absence....