কবিতা - ব্রোঞ্জের মধ্যে আরও দৃশ্য, কবি - গোলাম রসুল
ব্রোঞ্জের মধ্যে আরও দৃশ্য
গোলাম রসুল
একটা নেকলেস
যার প্রতিটা দাঁতে একটা করে কবর
ব্রোঞ্জের মধ্যে আরও দৃশ্য
সূর্য অস্ত যাচ্ছে
যেন হাসপাতালের আলোর নিচে এক রোগীকে স্থাপন করা হয়েছে
আফ্রিকার রঙের একটা গাছ
জুলাই মাস নেমে গেছে গর্তে
চাঁদ কি এই প্রথম বিশ্রাম খুঁজছে
ধোঁয়া ওঠার জন্য কাঠের সিঁড়ি
মেঘ চলে গেছে পাহাড়ি তুলোগুলো আনতে
মানুষের মেঘ
একটা শিশু ঘুমন্ত চোখে সাবমেরিন নিয়ে খেলা করছে মায়ের কোলে
সাবমেরিনটার দক্ষিণ দিকের লোহার জানলা খোলা
গলায় আটকে আছে পালক
জমিহীন মানুষ
ভঙ্গি চিরকাল বিচ্ছিন্ন
জন্মচিহ্নের এক ট্যাটু
এটা কি সেই বিমূর্ত খাদ
পাথরের ন্যাকড়া
ছেঁড়া জামার পকেটে সাপের খোলস
নাকগুলো শামুকের মতো হামাগুড়ি দিয়ে উঠছে ভাঙা আয়নাগুলোয়
একটা রাগান্বিত রেনকোট সূর্যকে টেনে বের করে নিয়ে আসার চেষ্টা করছে বর্জ্য থেকে
বাকিটা
সেলাই
গজ
রাত অনেক হয়েছে
তারাদের অ্যাকোরিয়ামটা চলে গেছে পাখনাযুক্ত বিশাল গাড়ি মাছের সঙ্গে
আধুনিক আকাশের ওপর দিয়ে স্লাইড করে