কবিতা - বর্ষাকন্যা, কবি - মোঃ ইজাজ আহামেদ
বর্ষাকন্যা
মোঃ ইজাজ আহামেদ
অম্বর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে
আকাশ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে
মেঘের সাগরে উতলে পড়ছে ঢেউয়ের জলোচ্ছ্বাস
চোখ রাঙাচ্ছে বজ্রের আওয়াজ আর উচ্ছ্বাস
মেঘের সুনামি নেমে আসছে শ্রাবণের ভুবনে
জোয়ার এসেছে বর্ষাকন্যার নয়নে
তার গালের পথ বেয়ে চলেছে সে হেঁটে
পাট-চাষীরা সুখ-স্বপ্নকে বুকে জড়িয়ে ধরেছে আনন্দতে
সন্ধ্যার বৃষ্টি মাটির বুকে আদরের ট্যাটু আঁকছে
ঝিঁঝিঁ পোকা আর ব্যাঙ বাতাসে উষ্ণতার বারতা ছড়াচ্ছে
আমি বারান্দায় বসে তাদের পানে চেয়ে আছি
আর মনের ক্যানভাসে রোমান্টিসিজমের আল্পনা আঁকছি
পাড়ি দিচ্ছি মেঘেদের দেশে
আমার প্রিয়ার সাথে মেঘবালিকাদের পাশে