কবিতা - জগৎটা, কবি - খগেন্দ্রনাথ অধিকারী (প্রাক্তন অধ্যক্ষ - দিবা কলেজ))
জগৎটা
খগেন্দ্রনাথ অধিকারী
বাঁচার জগতটা ধনী
নির্ধন মজুর কুলি
লেখক চিত্রকর
পৃথক সবার।
কেউ বা পোলাও খায়,
প্রতিদিন উচ্ছিষ্ট ফেলে,
বিড়াল কুকুরের মুখে,
আঁস্তাকুড়ে ভাগাড়ে।
পোড়া রুটিও আবার
অমিল কপালে কারো,
ক্ষুধার আগুন জ্বলে
তিন সাঁঝেই উদরে।
মাথার উপরে থাকা
প্রকৃতির ছাদখানা
সুনীল অনন্ত আকাশ
ভাগ তাতে সকলের।
রামধনু বাদল শেষে
নিযুত তারার বাতি
নিঝুম গভীর রাতে,
অধিকারও তাতে।