একগুচ্ছ কবিতা - নাসরীন খান
ভালোবাসা রং পাল্টে
নাসরীন খান
সময়ে ভালোবাসা রং পাল্টে যেতে শিখে
যখন জীবন বদলায়
আর পুরোনো দিন তখন বড্ড ফিকে
অতীতের সব আত্মবিসর্জন যায় ভুলে
নতুন খুঁজে মনের পাতা
না পাওয়ার দিনগুলো হারায় সমমূলে
অতীত তখন কাঠগড়ায় কিছু না শিখায়
বিচারক নিজেই রং বদলে
নতুন চাওয়া পাওয়ায় ভালোবাসা বিকায়
স্বার্থপরতার ভীড়ে জীবন ক্লান্ত অসার
নতুন করে খুঁজে প্রেম
তখন হিংস্রতার তোড়ে ভাঙ্গে সংসার
আসল নকল সব যেন একাকার হয়
পুরনো আসবাব যেন বদলের
শুধু অপেক্ষা আর ত্যাগ যতদিন রয়
সংসার আসলে রূপ পরিবর্তনের জাল
সকল কিছু তোমার
যতক্ষণ ধৈর্য্য আর ভাগ্য মিলায় তাল।।
গাঁয়ে মানে না আপনি মোড়ল
নাসরীন খান
গাঁয় মানে না আপনি মোড়ল
যে পাতে খাই আরামছে বসে
সে পাতই করে যায় খোড়ল।
নেগেটিভ কথায় ভাইরাল হতে
জুড়ে দেয় অতি প্যাঁচাল ঘুরিয়ে
গ্রহণ না করুক সকলের মতে।
উস্তাদি চলে গ্রামে গঞ্জে ঘুরে
ক্রেস্ট পেতে মরিয়া অতি তবু
হিসাবে কড়া পরিকল্পনা সুদূরে।
আচরণ এমন করে না তোয়াক্কা
মুখে যা আসে অপমানে ব্যাস্ত
ঝোপ বুঝে মারেন চার ছক্কা।
বাড়াবাড়ি অতি পাণ্ডিত্য ঝারে
আমি সেরা কেউ না ডাকলেও
বারবার কৌশলে প্রমাণ করে।
মারপ্যাঁচের কায়দা স্বভাবে রপ্ত
অতি বেশি বুঝাতে সেরা চালে
কৌশলে ছুরি চালায় নয় অনুতপ্ত।
ট্রান্স জেন্ডার
নাসরীন খান
নিন্দা করি প্রকৃতির
বিরুদ্ধাচরনকারীদের
মন ও মানসিকতাকে
কু পথে পরিচালিত তারা
কুশিক্ষা তাদের মননে
ক্রমশ বেড়েই চলছে এসব।
লূত( আঃ) এর সময় এমন
গোষ্ঠী যখন ধ্বংস হয়েছিল
গজবে নিপতিত হয়ে।
আজ বিশ্বময় একই চিত্র
সমকামী সকল লোক
ভীষণ সাহসী আর বেপরোয়া
পুস্তকের পাতায় তাদের ছবি
লজ্জাহীনতার মুকুটে ছাওয়া।
ধ্বংসের চরমে চলছে
প্রকৃতির অস্বীকৃতি
কামের খোলসে ছদ্মবেশ
প্রতারণা জীবন থেকে
প্রতারণা প্রকৃতির সঙ্গে
সৃষ্টিকর্তার দান অস্বীকার
এ সাহস শুধু কাম আর লালসায়
পূর্ণ চরিত্রহীন লম্পটের।
বিকলাঙ্গ মানসিকতা
সমাজ, সংসারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো
বাবা মা হওয়ার পবিত্র বন্ধনকে
অস্বীকার করে লাম্পট্য।
ইচ্ছে করলেই কি সব জায়েজ?
আইন কেন, কারাগার কেন?
আমার খুনি হতে ইচ্ছে করে,
ডাকাত হয়ে ব্যাংকের কোটি কোটি
টাকা নিজের ভাবতে ইচ্ছে করে,
প্রধানমন্ত্রী হতে ইচ্ছে করে
আরও অনেক কিছু
কই হতে তো পারি না
বিবেচনা, বিবেক আমাকে বাধা দেয়
ছেলে হতে ইচ্ছে করলে!
মেয়ে হতে ইচ্ছে করলেই কেন তবে।