কবিতা - তোমার চোখে স্বপ্ন আঁকি, কবি - এস এম মঈনুল হক

 


তোমার চোখে স্বপ্ন আঁকি

 এস এম মঈনুল হক 


তোমার চোখে স্বপ্ন আঁকি, নীলাকাশের মায়া,

তারার মতো ঝিকিমিকি, হৃদয়ে আলো ছায়া।

সকালের শিশির কণা, তোমার দৃষ্টিতে ভাসে,

মেঘের কোলে রঙিন স্বপ্ন, মনের ক্যানভাসে আসে।

তোমার চোখে দেখি আমি, দিগন্তের ডাক,

সমুদ্রের গান, পাহাড়ের প্রাণ, সবুজের মায়াময় থাক।

এক ফোঁটা কাজল দিয়ে, রাতের আঁধার ভাঙি,

তোমার চোখে স্বপ্ন আঁকি, ভালোবাসার রঙে রাঙি।

যখন তুমি হাসো মৃদু, জোছনা ঝরে পড়ে,

তোমার দৃষ্টি ছুঁয়ে যায়, মনের গভীর তরে।

স্বপ্নের নদী বয়ে যায়, তোমার চোখের কূলে,

তার ঢেউয়ে ভাসি আমি, ভুলে যাই সব দূরে।

তোমার চোখে রোদের হাসি, ফুলের মতো ঝরে,

প্রজাপতির পাখনা মেলে, আকাশে উড়ে ফেরে।

একটু ছোঁয়ায় জেগে ওঠে, হৃদয়ের গোপন কথা,

তোমার দৃষ্টি, স্বপ্ন আমার, একসাথে মিলে যায় ব্যথা।

তোমার চোখে আঁকি আমি, নতুন এক সকাল,

যেখানে ভালোবাসা শুধু, নয় কোনো কালো ছায়াল।

স্বপ্নের রঙে রাঙিয়ে দেব, তোমার চোখের তারা,

তুমি হাসলে জ্বলে উঠবে, আমার হৃদয়ের পারা।

তোমার চোখে স্বপ্ন আঁকি, যত রাত্রি জাগে,

তোমার দৃষ্টি আমার কাছে, চিরকালের আলো মাগে।

এই চোখের গভীরতায়, হারাই আমি বারে বার,

তোমার চোখে স্বপ্ন আমার, চিরন্তন এক স্বর্গস্থান।


    

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url