কবিতা - ধূর্ত ইতিহাস, কবি - গোলাম রসুল
ধূর্ত ইতিহাস
গোলাম রসুল
ধূর্ত ইতিহাস
বিকৃত অগাস্ট মাস
এই সময়ে আমরা ক্রোধবহনকারী গাছগুলোকে দেখতে পাবো
দেখতে পাবো চাঁদের মনুমেন্ট
এক আগন্তুক বিরক্তি
বরফের আলোর ছটফটে
সূর্যের মতো দেখতে
তোমাকে জিজ্ঞেস করছি ঘড়িটা কি খায়
কে আয়নাগুলো চিবুচ্ছে
ডলফিনের পেটে আমি একটি কাঁচের পৃথিবী খুঁজে পেয়েছি
সেলাই করা ভুঁড়ি
কবরের চৌমাথা
অন্য গ্ৰহের চোঁচকানো আকাশ
নক্ষত্রের সরাইখানা
কাঁধের ওপর বসানো ইতর
অঙুলের মতো পুস্তক
লিকলিকে কেঁচোর স্তূপ
মাটির অনেক তলায় অগাস্ট মাস
এখানে আকাশ নেই
মেঘ নেই
পান করতাম কোনাকুনি একফোঁটা জল
নাবিকদের খোলস
পায়রাসহ একটি মিনার সাঁতার কাটছে শুকনো জলে
চাকার মানুষ
বাতাসের কোমর
চলো আমরা কুয়ো দিয়ে নেমে যাই
চলো আমরা চাঁদ পর্যন্ত যাই
যেখানে ঘৃণা একটুখানি স্বস্তি দেয়
এখানে ছাদের ওপরে রয়েছে সবুজ সাপগুলোর হিল্লোল
রাগী গাছগুলো
কাঁচ ফল দেয়
দেখো
বাঘ ফল খাচ্ছে
ধূসর অগাস্ট
তোমাকে জিজ্ঞেস করছি
একটা আলমারিতে চারটে পাঁচটা কবর
আর গুচ্ছ গুচ্ছ জীবন
ও গুলো কি মৃত্যুর আপডেট