কবিতা - বাসি শব্দ নুন ছিটিয়ে খাই, কবি - হান্নান বিশ্বাস
বাসি শব্দ নুন ছিটিয়ে খাই
হান্নান বিশ্বাস
মাটিতে কম্পন হলে
কঙ্কাল থেকে পাঁজর ভাঙ্গার শব্দ অনুভূত হয়
হৃদয়ে গভীর রক্তোচ্ছ্বাস
পূর্ণিমার রাত একটা
মরা কোটাল উপহার দিলে
অমাবস্যা সাগরের বুকে ভরা কোটাল নিয়ে আসে
জল প্রবাহ
হঠাৎই বাঁক নিলে নদীর পাঁজর ভাঙে
ওপারে সাদা বালির চর
বাতাস মোচড় খেলে
একটা ঘূর্ণির অভিঘাতে শিকড়ে কম্পন
বসতির অনাকাঙ্ক্ষিত বন্ধ্যাত্ব
আমি টাটকা শব্দগুলো
ঝাঁট দিয়ে গুছিয়ে রাখি ইতিহাসের ডাস্টবিনে
বাসি শব্দ নুন ছিটিয়ে খাই