Poem - Humility Is Strength, Poet - Dr. Perwaiz Shaharyar (India), Bengali Translation: Md Ejaj Ahamed (India)

 



Humility Is Strength
Dr. Perwaiz Shaharyar (India)
 
Don’t take my humility as my weakness
It is strength, in fact, for the success

Assertiveness is not a sign of ego
Humility does not stand everything forego

Humbleness and modesty are cousins of humility
You sacrifice for others, your own opportunity

Humility is God’s gift a trait of personality
Greedy persons cannot give anything in charity

Intellectual humility is not like a liability
Humble persons practice it to serve humanity

There is nothing in the world like value of humility
It is all about selflessness and spirituality

God loves His children for their simplicity
Arrogant cannot walk towards gods vicinity

 
Dictators always destroyed civilisations in history
However, Saints and Sufis’ survival is still a mystery

 

©️ Dr. Perwaiz Shaharyar,
Editor, NCERT, New Delhi, India

 
নম্রতাই শক্তি
ডঃ পারওয়েজ শাহরিয়ার (ভারত)
অনুবাদ: মোঃ ইজাজ আহামেদ (ভারত)


নিও না আমার নম্রতাকে আমার দুর্বলতা হিসেবে
সাফল্যের জন্য এটি শক্তি আদবে


অহংকারের লক্ষণ নয় দৃঢ়তা
সবকিছুকে এড়িয়ে চলতে পারে না নম্রতা

নম্রতা এবং বিনয় নম্রতার ভাইবোন
আপনি অন্যদের জন্য, আপনার নিজের সুযোগের জন্য  করেন বিসর্জন

নম্রতা ঈশ্বরের উপহার, ব্যক্তিত্বের একটি লক্ষণ
লোভী ব্যক্তিরা কিছু দিতে পারে না বদান্যতায়

বৌদ্ধিক নম্রতা নয় দায়বদ্ধতার মতো 
নম্র ব্যক্তিরা এটি অনুশীলন করে মানবতার সেবা করার জন্য

নম্রতার মূল্যের মতো আর কিছুই নেই পৃথিবীতে
এটি নিঃস্বার্থতা এবং আধ্যাত্মিকতার সব সম্বন্ধে

ঈশ্বর তাঁর সন্তানদের ভালোবাসেন তাদের সরলতার জন্যে
অহংকারীরা পারে না যেতে ঈশ্বরের সান্নিধ্যে

ইতিহাসে স্বৈরশাসকরা সর্বদা সভ্যতা করেছে ধ্বংস
তবে, সাধু এবং সুফিদের বেঁচে থাকা এখনও একটি রহস্য



*এই কবিতাটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে মোঃ ইজাজ আহামেদ - এর দ্বারা অরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। (This poem has been translated into Bengali from English by Md Ejaj Ahamed from Aurangabad, Murshidabad, West Bengal, India)*


Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 8 July 2025 at 10:55

    ভালো লাগলো।

Add Comment
comment url