কবিতা - মানুষ থেকে ঊনমানুষ, কবি - গোলাম কবির
মানুষ থেকে ঊনমানুষ
গোলাম কবির
আজ এই আষাঢ়ী সন্ধ্যায়
আমার আকাশ ভরা কালো মেঘ নয়,
ঢেকে গেছে ঘন কফের মতো হলুদ মেঘে।
সারাদিন ঝরছে অঝোরে
গায়ে ফোসকা পড়ে যাওয়া রঙিন বৃষ্টি!
পার্কের সবচেয়ে বড়ো এবং পুরাতন
কদমফুলের গাছটা নুয়ে পড়েছে
বৃষ্টির প্রচণ্ড তাণ্ডব সামলাতে না পেরে,
কামিনী আর ছাতিম ফুলগুলো গন্ধ হারিয়ে
বিমর্ষ ভীষণ আমারই মতো!
শহরের সবখানেই আজ গুঞ্জন ভীষণ ,
মানুষের উৎকণ্ঠায় শেয়ারবাজারে ধ্বস,
আজ কবির মন ভালো নেই!
শহরের প্রেমিকযুলের ফিসফিসানি গেছে থেমে!
সমস্ত শহর জুড়ে চষে বেড়াচ্ছে
জলপাই রঙের পোশাক পরে
সৈন্যরা সামরিক কনভয়ের ভিতর থেকে অস্ত্র হাতে,
ওরা শহর জুড়ে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা থেকে
জনগণকে স্বস্তি এনে দিতে ঘর্মাক্ত ভীষণ!
মানুষের হৃদয় থেকে ভালোবাসা আজ
খিড়কি দুয়ার খুলে পালিয়ে গেছে সংগোপনে!
এখানে এখন মানুষের মধ্যে থেকে থেকে
বিশ্বাস ধ্বংসের খেলা দেখে দেখে ক্লান্তি,
অবসন্নতা এবং হতাশাগ্রস্থতা বেড়ে গেছে খুব!
এখন শহরের সিংহদুয়ার খুলে
ঢুকে পড়েছে পারষ্পরিক অবিশ্বাস!
এখন ভীষণ সন্দেহ প্রবনতা এবং হৃদয়হীন
নিষ্ঠুরতার সীমাহীন পরাকাষ্ঠা দেখাতে
উৎসাহী মানুষরূপী একদল অমানুষ!
আর যারা ছিলো একসময় মানুষ
তারা সবাই যেন হয়ে গেছে ঊনমানুষ!