ছড়া - কই মাছ, কলমে - ড: দেবব্রত মাজী

 


কই মাছ
ড: দেবব্রত মাজী 

তোমার জান যে বড়ই শক্ত
তাইতো পথ্য রোগীরা ভক্ত।
 আষাঢ় মাসের বর্ষার জলে
পুকুর কানায় কানায় ভরলে
অনাবিল আনন্দ তুমি পাও
তাই রাস্তার মাঝে ধরা দাও।
কর্কশ খাড়া তোমার কাঁটা
লাগে সুমধুর মুড়োর ঝাঁটা।
যারা পায় তোমায় নাগালে
সেঁটিয়ে ভাত তারা বাগালে।
তোমার গুণগান সবাই জানে
তাই ছোট বড় সকলেই মানে।
তোমার আওয়াজ কত মধুর
উৎপীড়ন মনে হবে নব বধূর।
আকাশ বাতাস বিদীর্ণ হয়ে
  এমন লাফাও তপ্ত কড়াইয়ে।
ভরাল বর্ষায় তোমার আনন্দ
পথচারী লোকের হয় সানন্দ।
     গোগ্রাসে উধর ভর্তি ভালোমন্দ
        শেষে অবধি তোমার নিরানন্দ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url