কবিতা -সমাজের দর্পণ, কবি - জেনিফা জামান
সমাজের দর্পণ
জেনিফা জামান
তোমার জ্ঞানের আলোয়
আলোকিত কাব্য রবি,
কবিতায় দিয়েছো ধ্যান,জ্ঞান,
একেঁছো সাম্যবাদের ছবি।
প্রেম বিরহে আত্মত্যাগে
গড়েছো "ব্যাথার দান"
বেদনা বোধে ছল ছল আঁখি।
"অভিশাপে " চির অম্লান।
তোমার লেখায় বিপ্লবী চেতনা
জেগে ওঠে মানবতার প্রাণ,
প্রেম প্রকৃতিতে আজো ছেয়ে আছে
তোমার দেশাত্মবোধক গান।
কখনও দীপ্ত,কখনও আগুন
বিষন্ন, দারিদ্রতায় বৈচিত্র্য জীবন।
বহুরুপের প্রতিকৃতি নজরুল,
তুমি সমাজ জীবনের দর্পণ।
সৃষ্টিশীলতায় কবিতা
জেনিফা জামান
বৃষ্টির রিমঝিম শব্দের অনুরণনের মুগ্ধতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
সবুজ প্রকৃতির বিষ্ময়কর অনুভূতির ব্যকুলতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
নতুন অভিলাষে প্রেমের নাব্যতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
সম্পর্কে র সমীকরণের জটিলতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
স্বদেশ প্রেমের সঞ্জীবতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
সভ্যতায় সন্নিবেশিত উচ্চাকাঙ্খার অভিপ্রায়,
তখনি সৃষ্টি হয় কবিতা।
চাহিদার সাথে যোগানের অপ্রতুলতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
জাগরণের সৃষ্টিশীলতায়,
গাঢ়স্বরে অংকিত হয় কবিতা।
নৈতিক অবক্ষয়ের গাম্ভীরতায়,
মহত্তম প্রতিভায় উদ্ভাসিত হয় কবিতা।

