কবিতা - অধিকারের লড়াই, কবি - মহঃ আব্দুর রউফ
অধিকারের লড়াই
মহঃ আব্দুর রউফ
জন্মেছো ভবে চুপ কেন রবে
অধিকার তরে ভাই?
বাঁচিয়া থাকিতে ভাত কাপড়ের
অধিকার তব চাই।
বাবুরা থাকিবে অট্টালিকায়
গরিব নভের নীচে,
যত সুখভোগ বড়লোক পাবে
দীনের স্বপ্ন মিছে।
চিকিৎসা আর শিক্ষা-দীক্ষা
বিত্তশালীরা ভোগে,
ফুটপাতে যারা দিবানিশি থাকে
ভুগিছে মরণ রোগে।
দেশের শাসক হয়েছে শোষক
গরিবের নয় ত্রাতা,
সুযোগ সুবিধা নিজেরা লুটিছে
দীনে দিয়ে শুধু ভাতা।
দান খয়রাতি অধিকার নয়
অধিকার বুঝে নাও,
নিজ অধিকার ছিনিয়া আনিতে
লড়াই করিয়া যাও।

