কবিতা - আমি নৌকা, কবি - গোলাম রসুল
আমি নৌকা
গোলাম রসুল
শূন্য
মনে হচ্ছে যেন কেউ চলে গেছে
সূর্য
কাঠের মানুষ বই লিখছে
এবং গভীর সমুদ্রের ওপর বসে আমি বই পড়ছি
মেঘ আর জলের খেলার মধ্যে আমাদের জীবন
আমি নৌকা
কান্নায় ভারাক্রান্ত
বন্ধ দিক থেকে বাতাস এসে ভেঙে দিচ্ছিলো জট
আমি নেশা করছি জল
দিগন্ত
তরোবারিতে হত্যার উৎসব
আরও একটি ক্যানভাসে
আমি দেখলাম চাঁদ বলিদানের জন্য জীবাণু মুক্ত একটি মেয়ে
---------------------------------
No comments