কবিতা - হৃদয়ে গভীর নিম্নচাপ, কবি - হান্নান বিশ্বাস

 



হৃদয়ে গভীর নিম্নচাপ 

হান্নান বিশ্বাস 


আকাশ তলে 

আর একটা আকাশের নিচে আমি

পাথরের বিছানায় নুড়ির কোলবালিশে 

এলিয়ে দিই শরীর 


জলেরা 

ঝর্ণা হয়ে ঝরে পড়লে 

শিরা উপশিরা সতেজ হয়ে ওঠে 


ভরা কোটালে

সিংহের মতো কেশর নাড়ে সাগর 

হৃদয়ে গভীর নিম্নচাপ 


উঠোনের খেজুর গাছের মতো

তরল উচ্ছিষ্টে বাঁচি 

আর শীতের সকালে নিংড়ে দিই নিজেকে 


বাতাসের নিঃস্বার্থ প্রতিশ্রুতি

স্বপ্নেরা মেঘের মতো জেগে থাকে 

দিগন্ত বৃত্তে

No comments

Powered by Blogger.