কবিতা - পথ, কবি - হুমায়রা সুলতানা হিমি
পথ
হুমায়রা সুলতানা হিমি
এ পথ যে তোমার আমার
অনেকের চির চেনা পথ
এই তো সেই পথ
সে পথ পেরোলেই তোমায় ছোঁয়া যায়।
এই তো সেই নদীর পার
সেখানে আছে তোমার আমার স্মৃতির বাহার।
নিভোলা তোমার দিনের সূর্য দিগন্তরে,
দূর গোধূলির সেই পথ মনে পড়ে কি?
কালো রাত্রিক যাত্রিক হলে, লক্ষ্যহারা।
যেখানে আলোর সম্ভারে হাসে বসুন্ধরা।
সেই রাস্তা, দোকান, নদী-মাঠ
যেমন দেখছো, তুমি ঠিক তেমন।
আজ আমিও এই পথেরযাত্রী।
পথের বাঁকায় বাঁকায় যার শব্দ,
নিমেষে ছড়ায় তারই আওয়াজ দিগন্তর।
ছড়ায় সে তার কূট-মন্রণা-ঘৃণার ঢালা,
আবার কিছু আবেগময় উচ্ছাস।
এই তো সেই পথ,
সেই পথ দিয়ে রটে গেছে
কত রজনীর জীবন কাহিনী!
তবে কেন আজও এই পথ
দেখনি আধাঁরে থাকা লোকজন?
No comments