কবিতা - তোমার মিত্র, কবি - খগেন্দ্রনাথ অধিকারী

 



তোমার মিত্র
খগেন্দ্রনাথ অধিকারী

জাতের নামে বজ্জাতি সব
জাত জালিয়াত খেলছে জুয়া
নজরুলের এই বার্তাটিকে
আমল কবে দেবে?
শোষণ যাঁতার বিষবৃক্ষটি
ব্যক্তিমালিকানার বুকে
দাঁড়িয়ে আছে ঊষা থেকে
মানব সমাজের।
বর্ণ ধর্ম গায়ের রং
বাজে অজুহাত ভাই,
মেহনতিদের শোষণ করার
ধনী‌ দানবদের।
এসব সূতোর মুখোশ পরে
শয়তানেরা গরীব শোঁষে,
তাই ‌তো চেনো‌ তোমার মিত্র
শ্রেণীর কষ্টিতে।


লেখক পরিচিতি:
অধ্যাপক খগেন্দ্রনাথ অধিকারী রাষ্ট্রীয় বিদ্যাসরস্বতী পুরস্কার ও এশিয়া প্যাসিফিক পুরস্কার সহ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু পুরস্কার প্রাপ্ত একজন খ্যাতনামা শিক্ষাবিদ। ইনি কোলকাতার সাউথ সিটি (দিবা) কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
ঠিকানা-শরনিয়ার বাগান
পোষ্ট-টাকী, পিন-৭৪৩৪২৯

No comments

Powered by Blogger.