কবিতা - মহাকাল, কবি - গোলাম রসুল





মহাকাল
গোলাম রসুল

যেদিন প্রথম মাকে ফেলে চলে এসেছিলাম সেদিন সূর্য ওঠেনি 
বাবা ভাইবোন চেনা জানা সবাইকে রেখে দিয়ে এসেছিলাম চাঁদের মধ্যে 

আমি দেখে এসেছিলাম আমার দাদার কবরের অর্ধেকটা ভেঙে গেছে 
সেই আমি প্রথম দেখেছিলাম মাটির ভেতরে মহাকালকে

এখন আমি কবিতার মধ্যে বসবাস করছি
সেখানে একটা ব্রহ্মান্ডের ফাঁকা মাঠ রয়েছে
এবং সেখানে একটি কুয়ো রয়েছে অশ্রুতে ভর্তি
      
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 22 June 2025 at 18:01

    উনিই কবিতার ঈশ্বর

Add Comment
comment url