কবিতা - সূর্য চলে গেছে মেরুর দিকে, কবি - গোলাম রসুল

 


সূর্য চলে গেছে মেরুর দিকে

গোলাম রসুল 


কোনো এক বসন্তের শুরুতে

পারমাণবিক আঘাতে যদি আমি বাষ্পীভূত হয়ে যাই তাও আমি কণামাত্র টিকে থাকবো যুদ্ধের বিরুদ্ধে 

আমাদের আরও একটা জীবনের দরকার যেখানে ঈশ্বর বেশিরভাগ মানুষের হয়ে কাজ করছে


যুদ্ধের শব্দ বয়ে নিয়ে আসছে পবিত্র মরদেহ


একটা মৃতদেহ বন্ধুত্বসুলভ তাকিয়ে রয়েছে প্রতিপক্ষের এক মৃতদেহের দিকে

তারা নিজেরাই তাদের কফিন বয়ে বেড়াচ্ছে নোম্যানসলাণ্ডে 


সূর্য চলে গেছে মেরুর দিকে

এবং সে চাঁদকে করব দিচ্ছে


মিথ থেকে ফুটে বেরুচ্ছে একটার পর একটা নক্ষত্ররা 

এবং পৃথিবী একটি হত্যাকারীর সামনে


আমি গ্ৰহগুলোকে বলবো তোমরা পৃথিবীর কাছে চলে এসো এবং দরজা খুলে দাও

     -----------------------------------

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url