কবিতা - নতুন মে দিবস, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়
নতুন মে দিবস
অরিন্দম চট্টোপাধ্যায়
একটা স্মরণীয় লড়াইয়ের ভেতর দিয়ে
কতগুলো মানুষের অধিকারের প্রতিষ্ঠা
নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রম আর নির্দিষ্ট মজুরি
একটা প্রত্যাশা কতদূর ছড়ানো
তা ভাবতে ভাবতে একটা একটা মেঘ
উড়ে উড়ে আসে একটু একটু বৃষ্টি
দগ্ধ দুপুর যেন শান্ত
অত:পর
আবার আকাশে জমে উঠছে কালো মেঘ
ছড়িয়ে দেওয়া হচ্ছে গুগুল স্প্রেড সীট
তৈরি করে ফেলত হবে মধ্যরাতের ভেতর
রিপোর্ট উড়ে যাবে
যক্ষের মেঘের মতো একটা ইমেলে
বা, একটা ভিডিও কনফারেন্স সপ্তাহ জুড়ে
সময়কাল অফিস ফেরত বাড়ি
কলম ধরে ধরে পর্যালোচনা ত্রুটি, বিচ্যুতির
তিরস্কার এর তিরস্কার
অসহায় শ্রমিক, চোখ স্থির, ঘুম নেই
সেই শাসন আর শোষণ
কি রাজতন্ত্রে বা কি গনতন্ত্রে...
©® অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা-৭০০০৬০


