কবি আবদুস সালাম - এর একগুচ্ছ কবিতা
রঙিন মলাটে আঁকা কান্নার স্বর
আবদুস সালাম
মেঘেদের ডায়েরিতে লেখা প্রতারকের শুভেচ্ছা
মন খারাপ গুলি সাজিয়ে রাখি ঈশ্বরের ডাক বাক্সে
রাস্তার বাঁকে বাঁকে পুঁতি বিশ্বাসের খুঁটি
পরিকল্পনা মাফিক কোকিলেরা কাকের বাসায় ডিম পাড়ে
বিষন্ন মেঘেরা মাখছে ছলনা রঙের ভালোবাসা
ইতিহাস খুঁড়ে দেখি প্রতারকের দলিল ভিজে আছে ভালোবাসার লোনা জলে
অথচ শুভেচ্ছা পত্রে লেখা উপেক্ষিত চাঁদের বিষয়হীন শূণ্যতা
মাকড়শা জাল পেতেছে হৃদয়ের বারান্দায়
মানবিক বারান্দা ভাসে প্রতারণার মেঘে
অবিশ্বাসের প্রাচীরে ঘেরা অসহিষ্ণু সমাজ
অন্ধকার নেমে আসছে পাড়ায়
মৃত্যুর বাজনা বাজছে সময়ের মাঠে
দাঁড় বিহীন নৌকা ঢেউয়ের লড়াইয়ে দিশেহারা
চিত্র গুপ্তের খাতায় কারা যেন লিখে রেখেছে মৃত্যু মিছিলের চিত্রনাট্য
রঙিন মলাটে আঁকা প্রতি হিংসার আগুন আর আর্তনাদের নিষ্ঠুর হাসি
মোহ ভাঙার গান
আবদুস সালাম
আশার বাতিগুলো নিভে যাচ্ছে একে একে
সহানুভূতির সব দরজায় পড়েছে খিল
আগ্রহের তরবারিতে আর শান্ পড়েনা
নিজস্বতার উঠোনে বন্দী হয়ে আসছে আলো
চশমার ঘষা কাঁচে নেমে আসে রাত
কাদা মাখা পায়ে পাকোঁয়ের(হাজার )গন্ধ
ঘামের চিমটে গন্ধ লেগে আছে গামছার খুঁটে
শাপভ্রষ্ট অপেক্ষারা পূজা করে অন্ধকারের
লোনা ঘামে জর্জরিত বৈপরীত্যের দহন
মাকড়শারা বুনেছে জাল শরীরের চোহদ্দীতে
ইতিহাসের আলোর নীচে পেতে ছিলাম শূন্যতার সংসার
দিকভ্রষ্ট প্রজাপতির ডানায় বাসা বাঁধে আর্তনাদ
শূন্যতার ফসিলে খুঁজে পাই শ্রমের বিনিদ্র মোহ
মোহের ভাঙার দলিলে লেখা ঝুড়ি ভর্তি আগ্রহ
ক্লান্ত পাখিরা শোনায় দিন শেষের গান
কোলাহল
আবদুস সালাম
ইতিহাসের সব আয়োজন ডুবে যায় অন্ধকারে
শতাব্দীর দুয়ারে কড়া নাড়ছে মহাকাল
সভ্যতার ফসিলে খুঁজে পাই ইতিহাসের ঠিকানা
বৈষয়িক বিকেলে পড়ে আছে রাজধানীর ছিন্ন বীণা
দাউ দাউ করে জ্বলছে বিদ্বেষের আগুন
পুড়ে যাচ্ছে গণতন্ত্রের ঘর বাড়ি
বিচ্ছিন্নতাবাদী রোদ ঝলসে দেয় সম্প্রীতির উঠোন
শকুনেরা পাহারা দেয় বিশ্বাসের পাড়া
মৃত বিবেক কৌশলী মগ্নতায় ডুগডুগী বাজায়
ভুলে যায় প্রতিবাদের ভাষা
সহানুভূতির দরজায় কার পায়ের ছাপ কে জানে
মনুষ্য চামড়া দিয়ে সাজায় উৎসবের বাড়ি
আকাঙ্খারা গান শোনায় বাঁকা চাঁদের
সর্বনাশী জ্বরে পুড়ে যায় সম্প্রীতির উঠোন
ঘরে ঘরে বাজে ধর্ষিতার গান
মৃত বিবেক ভুলে গেছে বেঁচে থাকার মানে
পাড়ার মোড়ে মোড়ে জেগে আছে কোলাহল।

