কবিতা - রইবে সম্মুখে তুমি, কলমে - খগেন্দ্রনাথ অধিকারী

 


রইবে সম্মুখে তুমি 

খগেন্দ্রনাথ অধিকারী 


বদল করতে হলে 

জীর্ণ সমাজ এই

সবাইকে এক করো

পতাকার নীচে।

এ বড়ো কঠিন কাজ 

দেয়না পাত্তা কেউ

লেড়ীকুত্তার ডাকে,

বুলডগকে মানে।

নিজের হাঁটুর জোর 

তাইতে বাড়াও আগে,

দেখবে সবাই তখন 

মান্যতা দেবে।

শোষণমুক্ত দেশ

গড়তে পারবে ঠিক ই

রইবে সম্মুখে তুমি 

---শতফুল ফুটবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url