কবিতা - বটকে প্রশ্ন করে, কবি - খগেন্দ্রনাথ অধিকারী
বটকে প্রশ্ন করে
খগেন্দ্রনাথ অধিকারী
বটকে প্রশ্ন করে
দূর আকাশের তারা,
কি করে মহান হলে
সকলের কাছে তুমি
প্রিয় এতো বনলে?
----জানিনা কিছুই তা,
শুধু জানি পরিস্থিতি
এখানে এনেছে আমায়,
যাকিছু করেছি দেখ
সবই তার কারণে।
আমি তো আমার মতো
ক্রমেই উঠেছি বেড়ে,
পথিকের ক্লেশ আমায়
শিখিয়েছে ছায়া দিয়ে
তাদেরকে বাঁচাতে।
ছোট ছোট পাখিদের
অসহায় চোখগুলো
এজনকে দিয়েছে বোধ
আশ্রয় বাঁধুক ওরা
প্রতি ডালে ডালে।
ক্ষুদ্র বা মহামতি,
কিছুই নইরে ভাই,
সময় বিবেক মিলে
দিয়েছে এখানে এনে,
এই অবস্থানে।
প্রতিটি মুহূর্ত কাটে
আনন্দে ওদের নিয়ে,
নিদাঘ,শরৎ, ফাগুন
একইভাবে সব নামে
জীর্ণ এ কুটিরে।

