কবিতা - প্রতিদিনই বিপ্লব, কবি - নূরুন্নাহার নীরু
প্রতিদিনই বিপ্লব
নূরুন্নাহার নীরু
একদিন—
শিমূল ফোটার শুভক্ষণে
কৃষ্ণচূড়ার লাল মেলা বসেছিল যেখানে,
সেখানে ওদের তাজা রক্তের কাছে
ম্লান হয়ে গিয়েছিল নিঃসর্গের সব লাল৷
বিপুল বৈভবে বাংলার ভেজামাটি
লালশোণিতে পোস্টার হয়ে জ্বলছিল,
কালের সাক্ষী পাখীগুলো ডানা ঝাপটিয়ে
নতুন ভোরের আগমনী জানাচ্ছিল৷
সেদিন আসে প্রতিদিন প্রতিবার—
আমাদের ঘরে ঘরে হৃদয়ের কুঠুরীতে
পলাশে পলাশে রঙিন হয়ে৷
শিমূল পলাশ আজো ফোটে-
শহীদের আর্তি নিয়ে ছড়িয়ে থাকে
জড়িয়ে রাখে ফাগুনের ফরাসে এই মাটির বুক;
তথাপি বেদনা নীল ফুলেল কাফনে
ওরা মূক, স্থবির, নিষ্পন্দ, নিঃসাঢ়!
আজো ওরা জেগে ওঠে—
কখনো বা বিপরীত উচ্চারণে
কখনো অনুজের মিছিলে বারুদের গন্ধে
পূষ্পার্ঘ্য ছুঁড়ে ফেলে পোস্টার আর স্লোগান রূপে
দাঁড়ায় এসে সম্মুখে পথিকৃৎ!
ওরা এগিয়ে চলে নিভৃতে—
বিশ্বাসনে গেঁথে দিতে একটি দিবস
" অমর একুশে ফেব্রুয়ারী৷"
স্মৃতির পেলব আলিঙ্গনে ঘিরে রাখে
আমাদের সমুদয় অনুভূতিকে৷
খুন ঝরানো সেদিন —প্রতিদিনের
জেগে ওঠা বিদ্রোহের অস্তিত্বকে৷

