Header Ads

কবিতা- জীবনতৃষ্ণা, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়




জীবনতৃষ্ণা

অরিন্দম চট্টোপাধ্যায় 


জীবনতৃষ্ণা ভাঙা ভাঙা মেঘ হয়ে

 কবেই হারিয়ে গিয়েছিল 

তবুও থেকে গিয়েছিলে একটা আয়তক্ষেত্রে

তার চারদিকে চারটি কোন ছিল

 তার মধ্যেই ঘোরাফেরা

নিজের মতো একটা আকাশ ছিল

তুমি তার মধ্যেই ভেসে থাকতে

আর দৃষ্টি ছড়িয়ে ছড়িয়ে 

আঁকা বাঁকা শূন্যপথে চলে যেতে

বার বার ডেকে আনতাম

তুমি আসলে কথা হত ভাঙা ভাঙা

কথা গড়াতে গড়াতে 

একটা নির্বাক ভূমি হয়ে যেতে

আমিও নিঃশব্দ হয়ে যেতাম

তোমার দৃষ্টির ওপর আমার দৃষ্টি

জমাট হয়ে কালো মেঘ হয়ে যেত

আজ ঝরে পড়ছে অশ্রুজল 

পাতা থেকে টুপ টাপ

অনস্তিত্বের পথে এগিয়ে দিয়ে এসে

একটা শূন্যঘরে এসে দাঁড়ালাম

সেখানে একটা শূন্যকোন আঁকা হয়ে গেল

No comments

Powered by Blogger.