Poems Dr. Manoranjan Das (India) to Md Ejaj Ahamed (India)
You......
( To Md Ejaj Ahmed)
Dr. Manoranjan Das
I
You are the endless
horizon of greenness Where the uniqueness is
owed to reality.
Your positive
performance is the symbol of security
where the mode of mobility is assembled
with righteousness.
II
Your personality is transformed
from universality,
By forwarding
the never ending
sweetness,
And here your movement and direction
are attached
With the Almighty His
positiveness and
wholeness.
III
Your mind is the basis
of spiritual aspirstion
Where the seed of perfectness
is cultivated
For the betterment
of mankind
: with the dynamic
fact,
intact,
Your exclusive ideas
are sensified
with the orientation
Of life and society,
by the relation
to the realm
Of nature through
the infiniteness
with ethics
aesthetics
and life's statistics...
IV
You are an individual
with the final
phenomenon
of existence
Where your soul's
thoughtfulness
is fortified with
reference.
V
Your belief on man
and God
is like the swim into
the universe where
broadness is
mingled
throbbed
and sweetened
With affirmation,
following the identity
of universlhood
and kindhood.
তোমাকে...
(মোঃ ইজাজ আহমেদ-এর প্রতি)
ড. মনোরঞ্জন দাস
১
স্বাভাবিক সত্যে তোমার নাম
নামাঙ্করণ।
তুমি প্রিয়াবর্তে সার্থক সমাহার হয়ে
সাজুয্যে থাকো, সীমাহীন থাকো।
তুমি প্রত্যয়ের পূর্ণ পরিসর
এক,
যেখানে অনন্যতা আছে,
প্রতীতি আছে।
২
চলো, প্রবাহে আর বাস্তবে বসন্ত হই,
চলো, প্রসারে সম্পৃক্ত হই
সময় তীর্থে
বলো,একাকারে অন্ধকার
সরাবো, অনুক্ষণ,
বলো, সমৃদ্ধ অধ্যায়ে উদার
আকাশ হবো, সর্বক্ষণ।
৩
সুন্দরের অধ্যায়ে তোমার
আবেশ
গতির তীর্থে
প্রিয় তর্পণ হয়ে দিগন্তে আলোর বিস্তারে যায়,
আন্দোলন যায়।
সম্পর্কে তুমি তো প্রথাগত
পার্বন নও,
স্বাধ্যায়ে তুমি তো বৈচিত্র্যে
এক শুভ্র সকাল।
৪
সংস্পর্শে,তুমি বর্ণময়,পূর্বাপর
সংসর্গে,তুমি সময়োত্তীর্ণ
আবহ,
আকর্ষণে তুমি সমান্তরাল ধারা এক,
প্রকর্ষণে তুমি নির্জন নির্মান
এক।
৫
তোমার বোধে যে বিলাস আছে
সেখানে নান্দনিকতার চাষ হয় সমাহারে
পরিসরে,
তুমি তো মৌলক মন্থনে এক
অবতারণা চাও, আমন্ত্রণে
সমধিক,
সামগ্রিক,
এখানেই তোমার মৌলিকতা
এককে থাকে,
অধ্যায়ে থাকে।
No comments