কবিতা - শীতের শিল্প, কবি - জেনিফা জামান (বাংলাদেশ)
শীতের শিল্প
জেনিফা জামান (বাংলাদেশ)
শীত তুমি এলে তাই,মন সুধায়
সুঘ্রাণ এলো বুঝি রাখালের গাঁয়।
নবান্নের উৎসবে, পিঠা পার্বণে
শীত হাসে মিষ্টি রোদের উঠানে।
হিরন্ময় ঊষায় হিমঢাকা গ্রাম,
শীতের শিল্প এঁকে যায়,
কুয়াশার চাদরে, শীতের আদরে
পরশ বুলাই সরিষা রাই।
পাতা ঝরে যায়, হিম কুয়াশায়
লক্ষী মেয়ে গাঁদা ফুটবে তাই
শাখারা গায়,নতুন পাতারা আয়,
কোকিলের গানের আসর বসবে তাই।
শীত তুমি এলে তাই বুঝি
তোমার উপমা এই পরিযায়ী পাখির দল।
এই শীত রাতে,কুয়াশার স্রোতে
পিয়ং হাঁসেদের গল্পে শীত ঝলমল।
No comments