কবিতা - আমার দেশ, কবি - ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ (বাংলাদেশ)

 

আমার দেশ

ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ 

************


আমার দেশটি বাংলাদেশ, শান্তির নীড় তার,  

সবুজ শ্যামল নদী-খাল, মেঠো পথের বাহার।  

গাছের সারি, ফসলের মাঠ, খুশির ফুলঝুরি,  

এই বাংলার মাটি যেন রূপকথার পুরী।  



জল-হাওয়ায় ভাসে এখানে সুরের মধুমাখা,  

এই দেশ আমার প্রাণের ঠাঁই, যেন মায়ের আঁচল রাখা।  


পাখির গান, শিশির ভেজা সকালে সূর্যের হাসি,  

প্রকৃতির কোলে জন্ম আমার, এতো মধুর বাসি।  


বাতাসে মিশে থাকে প্রেম, চির আপন টান,  

এ বাংলার প্রতিটি কোণ আল্লাহর রহমতের দান।  


বড় সুন্দর আমার দেশ, এ তো স্বপ্নপুরী,  

ভালোবাসার ছোঁয়ায় মোড়া সবুজের কুঁড়ি।  

আমার দেশ বাংলাদেশ, চিরকাল আমার,  

জীবনের পথে সবসময় নিমন্ত্রণ তোমার ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url