কবিতা - ফুল হয়ে ফুটছে, কবি - খগেন্দ্রনাথ অধিকারী (প্রাক্তন অধ্যক্ষ, দিবা কলেজ)
ফুল হয়ে ফুটছে
খগেন্দ্রনাথ অধিকারী
মানুষের বাচ্চা নয় ও
চটিপরা ডাকিনী
আমার মৌসুমীর রক্ত
নখেদাঁতে লেগে আছে
তার মাংসে ভরে পেট,
হারিয়ে সকল বিবেক
উৎসবে মাতার কথা
সবাইকে বলছে ।
নারীরূপী দানবীর
ওডাকে দেবেনা সাড়া
সহোদর সহোদরা বা
পিতৃত্ব মাতৃত্ব বোধ
এখনো যাদের ভিতর
হাজার ঝঞ্ঝা মাঝেও
লৌহ স্তম্ভের মত
অটুট রয়েছে ।
চলছে তো অন্ধকার
তাই নাচন এতো
নন্দীভিরীঙ্গী সহ
পেতনী ভূতেদের ।
পালালো বলে ওরা
ভোরের আভা যে ওই
অভয়ার বিদেহী সত্তা
ফুল হয়ে ফুটছে ।
No comments