Header Ads

কবিতা - সাদা ভাত ও তোফাজ্জেল, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়

 



সাদা ভাত ও তোফাজ্জেল
অরিন্দম চট্টোপাধ্যায়

মোবাইলের প্যাটার্ণ লক্ খুলতেই
চোখে পড়ছে তোফাজ্জেলের
জল দিয়ে হাত ধুয়ে ভাত খাওয়ার দৃশ্য

সে ঘুড়ে বেড়ায় এপাড়া ওপাড়ায়
বাবা, মা সহোদর সব একে একে
চলে গেছে অনন্তলোকে
ওকে রেখে গেছে এই পৃথিবীর বুকে
বলে গেছিল তারা ওকে বেঁচে বর্তে থাকিস

সে সত্যি বেঁচে বর্তে ছিল
অনন্ত ক্ষিদের আগুন নিয়ে
কতোদিন ভাল করে সাদা ভাতের গ্রাস
তুলে মুখের কাছে নিয়ে যেতে পারে নি
শুধু ঘুড়ে বেড়িয়ে ঘ্রাণ নিয়ে গেছে

আজ সুযোগ এসেছে সত্যি সত্যি
তৃপ্তি ভরে সাদা ভাত খাওয়ার
সে জানে না এই খাওয়ার সুযোগই
যে শেষ বারের মতন সুযোগ
আর কোন দিন ভাতের গ্রাস
তুলে নিতে পারবে না...


পৃথিবীর বুকের ওপর কতো শতাব্দী 
নদীর স্রোতের মতো চলে গেল
তবুও আমরা এখনও
সেই হৃদয় হীনই থেকে গেলাম

@অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা কলকাতা-৭০০০৬০ 

No comments

Powered by Blogger.