Header Ads

কবিতা - দুঃখ, কবি - আবু কওছার (বাংলাদেশ)

 



দুঃখ
আবু কওছার

দুঃখ তুমি কত বড়
জানতো যদি কেউ,
শান্ত হয়ে থাকত তবে
নীল সাগরের ঢেউ।

দুঃখ তোমার কাজটি সকল
মানব মনে গিয়ে,
গোমড়া তুমি করো তারে
ধৈর্য টুকু খেয়ে।

বহন করতে চায়না তোমায়
আপন মনে কেউ,
তবু তুমি সবার মনে
লেগে থাকো ফেউ।

দুঃখের বোঝা চায়না কেহ
সুখের বোঝা চায়,
দুঃখে যারা ধৈর্য রাখে
মানুষ তারা হয়।


পরিচিতি: কবি আবু কওছার বাংলাদেশের সাতক্ষীরা জেলার সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলে কাশীপুর গ্রামে ইং-১৯৭৩ সালের ১৫ই জানুয়ারী  জন্মগ্রহণ করেন। পিতা-আলহাজ্ব নূর আলী সরদার ও মাতা আলেয়া বেগম। শিক্ষকতা দিয়ে পেশা শুরু করলেও বর্তমানে মিল্লাত ফার্মাসিউটিক্যাল্স লিঃ এর মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কর্মরত। এছাড়া তাঁর মেসার্স নূর ফার্মেসী আছে (হাসপাতাল গেট, শ্যামনগর, সাতক্ষীরা)। তিনি শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি। দৈনিক ইনকিলাব পত্রিকার শ্যামনগর উপজেলা সংবাদদাতা। এছাড়াও তিনি কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাতক্ষীরা জেলা কার্যকরী কমিটির সদস্য। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শ্যামনগর সদর সভাপতি ও জেলা পরিষদ মুক্তিযোদ্ধা সুপার মার্কেট-এর মালিক সমিতির সাধারণ সম্পাদক। বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশনের শ্যামনগর শাখা পরিচালক এবং তটিনী সাহিত্য সংসদের কার্যকরী কমিটির সদস্য। জেলা সাহিত্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি এবং বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার অর্থ সমন্বয়ক। এছাড়াও তিনি অনেক জনকল্যাণমূলক কার্যক্রমের সহিত সম্পৃক্ত। তিনি পবিত্র মক্কা-মদীনা জিয়ারত সহ দু'বার পবিত্র হজ্বব্রত পালন করেছেন এবং সৌদি আরব, কুয়েত ও ভারত সফর করেছেন।

তিনি দৈনিক পূর্বাঞ্চল খুলনা পত্রিকায় ২০ বছর নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক কাফেলা সাতক্ষীরায় কর্মরত আছেন।




No comments

Powered by Blogger.