কবিতা - মান হুশ, কলমে - জেবুন্নেছা জেবু (বাংলাদেশ)
জেবুন্নেছা জেবু
কাপড়ের ভেতরে মনুষ্য জাতি,
ভেতরে সব এক শুধু মনটা বাকি ,
মানুষ আর পশুতে তফাৎ মানি
ভাবনাতেই যতো বিভেদ খানি ।
লোভ আর হিংসাতে বাঁচি ,
অন্যের দোষ ধরায় আনন্দে মাতি ,
ধনীর অহংকারী মন করে ধন ধন
গরীবের বাঁচার চেষ্টা চলে সারাক্ষণ।
জীবনের জটিলতা মনটার ভেতরে
চামড়ায় খুঁজি ভিন্নতা শরীরের উপরে,
মন সম্পর্ক নিয়ে দেখি কতো শর্ত
জগৎজুড়ে সবে পাগলামীতে মত্ত।
করে পরকালে বেহেশতে যাবার বাসনা
অথচ কেউ সঠিক ধর্ম মানে না ,
লোভের নেশায় সব চাই ভাবনা
নিজ কৃতকর্ম কি আদৌ ভাবে না ।
ধর্মের কথা ব্যক্ত করা হয় উপরে
মানে না কখনো নিজের তরে ,
নিজের দোষ চাপাও অন্যের উপরে
ভাবে না কতোটা ন্যায় স্বয়ং কর্মে ।
আছে কি মানুষের জীবনের মান?
বিবেকের আছে কি একটু ও হুশ ?
আছে কি লজ্জা আধুনিকতার?
কেনো ষড়যন্ত্র মোহ লাগাতার ?
জাগতিক মোহমায়া সব পরের তরে
একদিন যাবে সবাই মাটির ঘরে,
জবাব একদিন সবার হবে দিতে
ভেবে দেখো নিজেকে শুদ্ধ করো ॥
__________________